Sharing is caring!
বগুড়ার ধুনটে বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে করা মামলায় ইউসুব আলী (২৫) নামে তার দুলাভাইকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুর ২টার পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।অভিযুক্ত উপজেলার সুলতানহাটা পেচেরপাড়া গ্রামের দিপু প্রামানিকের ছেলে। শনিবার (৪ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।মামলা সূত্রে জানা যায়, উপজেলার এক কৃষকের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। সে গত ১২ জুলাই দুপুরে সুলতানহাটা পেচেরপাড়া গ্রামে দুলাভাই ইউসুব আলীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় তার বড় বোন চিকিৎসার কাজে ধুনট শহরের ডাক্তার খানায় ছিলেন। ওই বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ইউসুব তাকে একা পেয়ে কৌশলে ঘরের ভেতর নিয়ে যান।এরপর তার গলায় ছুরি ধরে বিকেল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন। এ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি ভ্যানে তুলে দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তিনি। ভুক্তভোগী বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানে ৯ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিয়ে ওই ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে ইউসুবের বিরুদ্ধে ৩১ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।এ বিষয়ে ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, আদালতের আদেশে গত ৮ সেপ্টেম্বর থানায় ধর্ষণ মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন।
২৪ পড়েছেন