• ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিষিদ্ধ ঘোষিত শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত গ্রেপ্তার

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫
নিষিদ্ধ ঘোষিত শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত গ্রেপ্তার

Sharing is caring!

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে (৩১) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার সহযোগী মিরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাগর মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, সাগর দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে ফের দেশে পাঠানোর পর তিনি ঢাকায় গা-ঢাকা দেন।বুধবার (২২ অক্টোবর) রাতে ঢাকা থেকে তাদের আটক করে বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।গত বছরের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলায় তিনজন নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় সাগরের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ ১০টি মামলা দায়ের হয়।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, আসামিকে দ্রুত আদালতে পাঠানো হবে এবং আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।সাগরের সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে সদর থানার সামনে বিক্ষোভ করেন নিহতদের স্বজন ও স্থানীয়রা।

১১ পড়েছেন