• ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এবার পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন নাসীরুদ্দীন

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৫
এবার পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন নাসীরুদ্দীন

Sharing is caring!

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ছড়িয়ে পড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন এমন একটি খবর। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি তিনি খোলাসা করেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সঙ্গেই আছি।  সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব।এই এনসিপি নেতা বলেন, কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি, পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেখানে কোথায় ব্যত্যয় হয়েছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।তাহলে হঠাৎ কেন পদত্যাগের গুজব ছড়ালো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুঁড়ে থাকে। সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল, বর্তমান সরকারও একইসঙ্গে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।এ সময় বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত।এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, একটা ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে ওই জায়গাতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপির এই নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করে এনসিপি।

১০ পড়েছেন