• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগামীকাল বুধবার বাম রাজনৈতিক দল ও সংগঠন সমূহের বিক্ষোভ সমাবেশ সফল করুন

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫
আগামীকাল বুধবার বাম রাজনৈতিক দল ও সংগঠন সমূহের বিক্ষোভ সমাবেশ সফল করুন

Sharing is caring!

সিলেটে ব্লক রেইড দিয়ে বাসদ অফিস থেকে ২২ জন নেতাকর্মীকে  এবং সিপিবি নেতা এড. আনোয়ার হোসেন সুমনসহ ১৫ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তি এবং বাসদ সিলেট আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর উপর হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল ৫ নভেম্বর বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম,বাসদ (মার্কসবাদী)  কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য এডভোকেট শফিউদ্দিন কবীর আবিদ, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সুশান্ত সিনহা সুমন।অদ্য ৪নভেম্বর গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট এবং বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর,  বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমেদ, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক এডভোকেট  মহীতোষ দেব মলয়, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি তানজিনা বেগম এক যুক্ত বিবৃতিতে আগামী কাল বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ বাম রাজনৈতিক দল  ও সংগঠন সমূহের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

১৪ পড়েছেন