Sharing is caring!
সিলেট ব্যবসায়ী ফোরামের আয়োজনে দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নির্বাচন দ্রুততম সময়ে অনুষ্ঠানের দাবিতে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সিলেট নগরীর জেলরোড পয়েন্টে দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভবনের সামনে এই মানববন্ধর কর্মসূচি পালন করা হয়।এসময় বক্তারা বলেন, সিলেট ব্যবসায়ী ফোরাম সিলেটের ব্যবসায়ীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে নিয়ে এসেছে। একটি পক্ষ নির্বাচন হউক, এটা প্রথম থেকেই চায় নি। এখন আবার একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে, নির্বাচন বন্ধের জন্য কাল্পনিক অভিযোগ দায়েরের মাধ্যমে নির্বাচন স্থগিতাদেশ করেছে। কিন্ত আমরা উভয় পক্ষ নির্বাচন চাই। তাই অনতিবিলম্বে সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলের কো অর্ডিনেটর এবং সিলেট চেম্বার এর সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, কো অর্ডিনেটর সাবেক পরিচালক আলীমুল এহছান চৌধুরী, নিয়াজ মোহাম্মদ, শিল্পপতি নুরুল আলম, সিলেট ব্যবসায়ী ফোরাম’র প্রেসিডেন্ট পদপ্রার্থী জনাব এহতেশামুল হক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নাফিস জুবায়ের চৌধুরী, অর্ডিনারী শ্রেণির পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হুসেন, আব্দুল হাদি পাবেল,আবুল কালাম,জাহিদ আহমদ, মাজাহারুল হক, ইমরান হোসেন, নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামসুর রহমান কামাল, আবু সুফিয়ানএসোসিয়েট শ্রেণির পরিচালক পদপ্রার্থী রেহান উদ্দিন রায়হান, ইব্রাহিম খলিল, আমিনুর রহমান, মোক্তাদির আহমদ তাপাদার, দিবাকর দাস ঝোটন প্রমুখ।
১২ পড়েছেন