• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমার লালাবাজারের বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ জন মারাত্মক আহত

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫
দক্ষিণ সুরমার লালাবাজারের বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ জন মারাত্মক আহত

Sharing is caring!

বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ জন মারাত্মক আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট-জগন্নাথপুর রুটের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়।বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটান ঘটে।এতে বাসের গ্লাস ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় তাৎক্ষনিক অন্তত ১০ জনকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানাপুলিশও উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।স্থানীয় দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আটক করে এর ভেতরে থাকা চালক কে বের করে আনার চেষ্টা করলেও বিকাল ৫টা পর্যন্ত তিনি ট্রাকের ভেতরেই ছিলেন।আহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি দক্ষিণ সুরমা থানাপুলিশ।দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।দুর্ঘটনার পরপরই রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয় যদিও পুলিশের হস্তক্ষেপে সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

৫০ পড়েছেন