• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এম এ মালিকের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিলও শিরনী বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এম এ মালিকের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিলও শিরনী বিতরণ

Sharing is caring!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বিঘ্ন লন্ডন যাত্রা এবং আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসায় আয়োজনে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিগণ।দোয়া মাহফিলের উদ্যোগ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, লন্ডন যাত্রা সফল ও নির্বিঘ্ন হওয়া এবং দেশের মঙ্গল কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।দোয়া মাহফিল শেষে এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া দেশের ঐক্যের প্রতীক। তার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে।তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান হলে সেই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। এসময় উপস্থিত দলীয় নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা জহিরুল ইসলাম মিঠু, জেলা যুবদলের সহ সভাপতি মঈনুল ইসলাম মঞ্জু, যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাবুল ইসলাম, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল প্রমূখ।উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এম এ মালিক জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসায় দুটি বড় গরু দান করেন, যা থেকে শিরনী প্রস্তুত করে উপস্থিতদের মধ্যে বিতরণ করা হয়।

৪২ পড়েছেন