• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফ সিলেটের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফ সিলেটের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Sharing is caring!

৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমির মিলনায়তনে আয়োজিত এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিলেট নগরীর বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী।চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।বিএমবিএফ সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং বিএমবিএফ চিত্রাংকন কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক সাংবাদিক এম এ মতিন এর পরিচালনায় অনুষ্টানে উদ্বোধকের বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার। বক্তব্য রাখেন- বিএমবিএফ সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক এডভোকেট সুদীপ বৈদ্য, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, আব্দুল কাইয়ুম কামালী, দপ্তর সম্পাদক মো. ইউসুফ সেলু, প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহানগর সহসভাপতি মোসলেউদ্দিন, যুগ্ম সম্পাদক সাব্বির আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা আক্তার, দুর্নীতি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ সুলতান, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আমানুর রহমান আমান, কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম আলী, জগন্নাথপুর উপজেলা সভাপতি মির্জা আবুল কাশেম স্বপন, আফরোজ মিয়া তালুকদার প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, চিত্রাংকন প্রতিযোগিতা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিভার বিকাশ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বক্তারা শিশুদের ছোটবেলা থেকেই মানবাধিকার সম্পর্কে সচেতন করে তুলার ওপর গুরুত্বপূর্ণ করেন।আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে এই চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

৪১ পড়েছেন