• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁদনীঘাট এলাকার অতিথি হোটেলে অভিযান ৬জনকে আটক হোটেল সিলগালা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
চাঁদনীঘাট এলাকার অতিথি হোটেলে অভিযান ৬জনকে আটক হোটেল সিলগালা

Sharing is caring!

দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার অতিথি হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে ৩ নারীসহ ৬জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হচ্ছে, শ্যামল চন্দ্র দেব (৩৫), হাবিবুর রহমান (৩৫), বুরহান উদ্দিন (২২), নাছিমা বেগম (২৮), সালমা বেগম (২৭), জাকিয়া আক্তার সুমা (২০)।সোমবার (১৫ ডিসেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অতিথি হোটেলের ৩য় তলায় এ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ হোটেলটি সিলগালা করে দেয়।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, অনৈতিক কাজে জড়িত থাকায় পুলিশ ৬জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সাথে অসামাজিক কার্যকলাপের দায়ে অতিথি হোটেল সিলগালা করা হয়েছে।

১১ পড়েছেন