• ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা রজব, ১৪৪৭ হিজরি

দীর্ঘ ২২ বছর পর জয় পেলেও জরিমানা গুণতে হচ্ছে

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫
দীর্ঘ ২২ বছর পর জয় পেলেও জরিমানা গুণতে হচ্ছে

Sharing is caring!

ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পর জয় পেলেও জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে মাঠে নামায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেড় লাখ টাকা জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।গত ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুতে বিলম্ব করায় এএফসি কম্পিটিশন ম্যানুয়েল ২.২ ধারা ভঙ্গের দায়ে বাফুফেকে ১,২৫০ মার্কিন ডলার জরিমানা করে এএফসি ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দেড় লাখ টাকা। এই জরিমানার অর্থ পরিশোধের জন্য বাফুফেকে এক মাস সময় দেওয়া হয়েছে।এর আগেও একই ধরনের ঘটনায় জরিমানার মুখে পড়েছিল বাংলাদেশ। চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে দেরিতে মাঠে নামায় বাফুফেকে ১,৫০০ ডলার জরিমানা করেছিল এএফসি। যদিও হংকংয়ের বিপক্ষে ম্যাচে এমন কোনো ঘটনা ঘটেনি, তবে ভারতের বিপক্ষে আবারও একই ভুলের পুনরাবৃত্তি হলো।ম্যাচের ১১ মিনিটেই লিড পায় স্বাগতিকরা। রাকিব হোসেনের দারুণ দৌড়ে নেওয়া আক্রমণ থেকে মোরসালিনের উদ্দেশ্যে বাড়ানো নিখুঁত পাসে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড মোরসালিন। সেই একমাত্র গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর গ্যালারিতে উল্লাসে মাতে দর্শকরা।এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ ও ভারতের। তবে নিয়মরক্ষার এই ম্যাচটি দুই দলের জন্যই ছিল মর্যাদার লড়াই। বিশেষ করে ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয় না পাওয়ার হতাশা নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

১১ পড়েছেন