• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পিবিআই প্রধানের মামলা বাবুল-ইলিয়াসের তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৩
পিবিআই প্রধানের মামলা বাবুল-ইলিয়াসের তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদারের মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আশেকে ইমামের আদালত নতুন এ দিন নির্ধারণ করেন। এ মামলার অন্য দুই আসামি হলেন, বাবুল আক্তারের বাবা মো. আবদুল ওয়াদুদ মিয়া ও ভাই মো. হাবিবুর রহমান লাবু।এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলা করেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়, মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাবুল আক্তারসহ অন্য আসামিরা মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছেন। এর অংশ হিসেবে ইলিয়াস হোসাইনকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ‘স্ত্রী খুন, স্বামী জেলে: খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব’ শিরোনামে ফেসবুক ও ইউটিউবে ডকুমেন্টারি ভিডিও প্রচার করেন।ওই ভিডিওতে যে বক্তব্য প্রচার করা হয়েছে, তার মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে।

৫৩৫ পড়েছেন