• ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ঠান্ডাজনিত রোগে আক্রান্ত সিলেটে ১২ হাজার

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৩
ঠান্ডাজনিত রোগে আক্রান্ত সিলেটে ১২ হাজার

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: শীতের তীব্রতা বাড়ায় নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুস্থতাসহ শীতকালীন বিভিন্ন রোগ বাড়ছে। ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনসে (এআরআই) আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সিলেটে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৫জন। এছাড়াও ২০২২ সালে ১৪ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশে এআরআইতে ৮৫ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়। গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শীতজনিত রোগে ১৪ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর বিবরণে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৪ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৫৮ হাজার ৪৭৮ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন মৃত্যুবরণ করেছেন। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৭ হাজার ১৯০ জন। আর এতে মারা গেছেন তিনজন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশে শীতকালীন রোগ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন হাজার ৩১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া মারা গেছেন তিনজন। বিভাগ ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে (মহানগর ব্যতীত)১৪ হাজার ৩৭৫ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

৫২৯ পড়েছেন