• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা তরুণী আটক

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৩
কুড়িগ্রাম পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা তরুণী আটক

কুড়িগ্রাম পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা তরুণী আটক

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। তারা হলেন খুরশিদা আক্তার ও হাসিনা আক্তার বেবি।কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক কবির হোসেন জানান, দুপুরে হাসিনা আকতার ও আদিজা আক্তার ওরফে খুরশিদা ভুল তথ্য দিয়ে পাসপোর্টের আবেদন করতে আসে। কিন্তু তাদের কথাবার্তায় সন্দেহ হলে সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।পুলিশ জানায়, খুরশিদা আক্তার (২২) কক্সবাজারের উখিয়া বালুখালি ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ আহম্মদ ও মায়ের নাম সৈয়দা খাতুন। হাসিনা আক্তার বেবি (১৮) বালুখালি-১ এর ৯ নম্বর ক্যাম্পের জি-২৭ এর বাসিন্দা। সে তৈয়ব আলী এবং আরফা বেগমের সন্তান।তারা কুড়িগ্রামের চর রাজীবপুর ও চিলমারী উপজেলার বাসিন্দা হিসেবে অবৈধভাবে জন্ম নিবন্ধন করে সেই সনদ দিয়ে সৌদি আরব যাওয়ার উদ্দেশে পাসপোর্টের আবেদন করতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, কক্সবাজারের উখিয়া ক্যাম্পে খোঁজ নিয়ে আটক দু’জনের পরিচয় নিশ্চিত হয়েছি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।তিনি আরও জানান, অবৈধ জন্ম সনদ পাওয়াসহ অন্যান্য অবৈধ কাজে তাদের সহায়তাকারীদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

৫৪২ পড়েছেন