Sharing is caring!
সিলেট এইজ: হঠাৎ করে একই আদেশে জেলার বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, কানাইঘাট এবং জৈন্তাপুর থানার ওসি রদবদল করা হয়েছে। গত বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়। বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়কে কোম্পানীগঞ্জ থানায়, কানাইঘাট থানার ওসি মো: তাজুল ইসলাম, পিপিএম কে বিয়ানীবাজার থানায়, জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদকে কানাইঘাট থানায় এবং গোয়াইনঘাট থানার ওসি মোঃ ওমর ফারুককে জৈন্তাপুর মডেল থানায় বদলী করা হয়েছে। এদিকে আদেশ পেয়ে সকল ওসি পুরাতন কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এই আদেশে কোম্পানীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন হিল্লোল রায়। গত শুক্রবার রাতে তিনি কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন। ওসি হিল্লোল রায় সদ্য সাবেক কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ও গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ জানুয়ারি সিলেট জেলার এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বিয়ানীবাজার থানা থেকে কোম্পানীগঞ্জ থানায় বদলী করা হয়। হিল্লোল রায় ৬ বার সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় ও ভালো কাজের প্রশংসনীয় স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২১’ পেয়েছেন। ২০০৫ সালে তিনি বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পান। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।
৬১১ পড়েছেন