• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

খুলনায় আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্টিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৩
খুলনায় আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্টিত

Sharing is caring!

সিলেট এইজ : বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে খুলনায় শান্তি সমাবেশ করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। শনিবার নগরীর শিববাড়ী মোড়ের পাবলিক হল চত্বরে বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ দুর্বার গতিতে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াতসহ দেশবিরোধী চক্র আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারা সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়ে তারা শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে। এখন বিদেশে বসে তাদের এজেন্টরা একের পর এক ষড়যন্ত্র করে, গুজব ছড়িয়ে দেশের অর্থনীতি বিপর্যস্ত করার চেষ্টা করছেন। তাদের এই অপচেষ্টা কোনোদিনও সফল হবে না। মুজিব সৈনিকেরা যতোদিন রাজপথে আছে, তারেক-খালেদা গংদের রাজপথে নামতে দেওয়া হবে না। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কাজী এনায়েত হোাসেন, মল্লিক আবিদ হোসেন কবির, মকবুল হোসেন মিন্টু, বি এম এ সালাম, শ্যামল সিংহ রায়, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, শহিদুল হক মিন্টু, আবুল কালাম আজাদ কামাল, সিদ্দিুকর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা প্রমুখ।

৫৪৬ পড়েছেন