Sharing is caring!
সিলেট এইজ : অপহরণের ৮ দিন পর বরিশাল নগরের রূপাতলী এলাকার অপহৃত ব্যবসায়ী শাহিন মোল্লার (৩০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে র্যাব-৮। শুক্রবার গভীর রাতে বরিশাল নগরের বিমানবন্দর থানার ইছাকাঠী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় রূপাতলিস্থ র্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।গ্রেপ্তার তিন তরুণ হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার কালিকাপুর গ্রামের ইউসুফ মোল্লা (২৫), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গন্ডামারা গ্রামের মো. নজরুল ইসলাম অমি (২০) ও বরিশালের বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের হামিম সিকদার (২০)। এদের মধ্যে ইউসুফ মোল্লা ব্যবসায়ী শাহিন মোল্লাকে অপহরণ ও হত্যার মুলহোতা বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার তিনজনই রূপাতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।নগরীর রূপাতালী এলাকার (২৫ নম্বর ওয়ার্ড) মুদি ব্যবসায়ী শাহিন মোল্লা গত ২৭ জানুয়ারি রাতে অপহৃত হন। এ ঘটনায় ৩০ জানুয়ারি শাহিনের বোন শিরিন আক্তার মুন্নি কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর দুর্বৃত্তরা অপহৃত শাহিন মোল্লার পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় শাহিনের বোন শিরিন আক্তার মুন্নি র্যাব-৮ সদর দপ্তরে লিখিত অভিযোগ দেন। পরে র্যাব তথ্য-প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে লাশ উদ্ধার করে। সংবাদ সম্মেলনে র্যাব-৮ জানায়, ব্যবসায়ী শাহিন মোল্লার সঙ্গে মুল আসামি ইউসুফ মোল্লার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইউসুফ মোল্লার স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে র্যাব জানায়, শাহিন মোল্লা ও ইউসুফ মোল্লা রূপাতালী এলাকায় বসবাস করার সুবাদে দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এর জের ধরে শাহিন মোল্লা ইউসুফ মোল্লার সদ্য বিবাহিত স্ত্রীকে কু-প্রস্তাব দেয়। এতে ইউসুফ মোল্লা ক্ষিপ্ত হন শাহিন মোল্লার ওপর। এর জেরে শাহিন মোল্লাকে হত্যা করার পরিকল্পনা করেন ইউসুফ। পরিকল্পনা অনুযায়ী ইউসুফ মোল্লা তার দুই বন্ধু নাজমুল ইসলাম ও হামিম সিকদারকে সঙ্গে নিয়ে গত ২৭ জানুয়ারি রাতে শাহিন মোল্লাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতে শাহিন মোল্লাকে রূপাতালীস্থ তালুকদার হাউজিংয়ের নাহার ভিলার ৪র্থ তলার ভাড়া বাসায় নিয়ে যায় ইউসুফ মোল্লা। সেখানে ইউসুফ ও তার দুই সহযোগী নাজমুল ও হামিম শাহিন মোল্লার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে বাথরুমের ফলস্ ছাদের ওপর রেখে ফলস ছাদের দরজা আঠা দিয়ে বন্ধ করে দেয়। পরের দিন ইউসুফ মোল্লা ওই বাসা ছেড়ে দেয়। র্যাব-৮ জানায়, বিষয়টি তদন্তে নেমে আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান সনাক্তের পর শুক্রবার রাতে নগরীর কাশিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে ওই রাতেই ইউসুফ মোল্লাসহ অপর দুই জনের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব-৮ এর সহকারী পরিচালক (এডি) মো. রবিউল ইসলামের নেতৃত্বে অপহৃত ব্যবসায়ী শাহিনের লাশ বরিশাল নগরের বিমানবন্দর থানার ইছাকাঠী এলাকা থেকে উদ্ধার করা হয়।
৫৪৭ পড়েছেন