• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩
হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

Sharing is caring!

সিলেট এইজ : কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের ‘সি আলিফ’ নামক হোটেলের ৪১১নং কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত সুমা দে (৩৫) চট্টগ্রামের বাশঁখালী এলাকার বাসিন্দা। তিনি ১৪ ফেব্রুয়ারি দুই ছেলে ও এক মেয়েসহ স্বামীর সঙ্গে ‘সি আলিফ’ আবাসিক হোটেলে ওঠেন। তারা গত কয়েক দিন কক্সবাজার ঘুরছেন। কিন্তু শুক্রবার তাদের দরজা খোলা দেখে হোটেল বয় কক্ষে ঢোকেন। তখন মা ও মেয়ের (৪) মরদেহ পড়ে থাকতে দেখেন ওই হোটেল বয়। পরে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯-এ কল দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনার পর দুই ছেলে নিয়ে পালিয়েছেন সুমা দে এর স্বামী।তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান সদর মডেল থানার ওসি।

৫৫৬ পড়েছেন