• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত মানবদরদি কিন্তু অধিকার আদায়ে আপসহীন : মেজর ড.কলিমউল্লাহ

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২৩
বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত মানবদরদি কিন্তু অধিকার আদায়ে আপসহীন : মেজর ড.কলিমউল্লাহ

Sharing is caring!

সিলেট এইজ: জাতির পিতা বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৫৮৩তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। বক্তব্যকালে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান ছোট বেলা থেকেই অত্যন্ত মানব দরদি ছিলেন। বঙ্গবন্ধুর জীবনে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। সহ্য করতে হয়েছে অমানবিক নির্যাতন। তিনি কোনো দিন আপস করেননি। তিনি ছিলেন মানবদরদি। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ক্ষণজন্মা এই মহাপুরুষ শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরদি কিন্তু অধিকার আদায়ে আপসহীন। চল্লিশের দশকে এই তরুণ ছাত্রনেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী’র সংস্পর্শে এসে সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৪৮ সালে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’, ’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৮-এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ’৬৬-এর ৬-দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এজন্য তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। সহ্য করতে হয়েছে অমানুষিক নির্যাতন। কিন্তু বাঙালির অধিকারের প্রশ্নে তিনি কখনো শাসকগোষ্ঠীর সঙ্গে আপস করেননি। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বাঙালির আবেগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, যা ছিল মূলত স্বাধীনতার ডাক।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ইউএন ডিজএ্যবিলিটি রাইটস চ্যাম্পিয়ন অনারারি ও প্রফেসর আবদুস সাত্তার দুলাল। সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন,বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জেবউননেসা,রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি আর্জিনা খানম,সফল নারী উদ্যোক্তা আমাতুন নূর শিল্পী ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, সহযোগী অধ্যাপক ফারহানা আকতার,কুষ্টিয়া থেকে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, জুয়েল আহমেদ , টঙ্গী থেকে স্কুল শিক্ষক মনির হোসেন, জানিপপ’র ন্যাশনাল ভলান্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পি ও পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার। সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন,বঙ্গববন্ধু লিঙ্গ বৈষম্য দূরীকরণে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
সুবীর কুশারী বলেন, বঙ্গববন্ধুর দূরদর্শী নেতৃত্বের কারণে অল্প সময়ে আমরা স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই। কিন্তু তার আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব এ প্রত্যাশা করি। অধ্যাপক ড.জেবউননেসা বলেন,জাতীয় উৎপাদনে নারীর অংশগ্রহণ আবশ্যক। ফারহানা আকতার বলেন,নারী উন্নয়নে সরকারী ও বেসরকারীভাবে আরো বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাতুন নূর শিল্পী বলেন, নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন বঙ্গববন্ধু। সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গববন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী। সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, রাজশাহী থেকে ডা. মাহবুবুল হক ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা.বায়েজিদা ফারজানা।

৫২৭ পড়েছেন