• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মহান স্বাধীনতা দিবসে এসএমপি’র শ্রদ্ধা নিবেদন ও ডিসপ্লে প্রর্দশণী

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৩
মহান স্বাধীনতা দিবসে এসএমপি’র শ্রদ্ধা নিবেদন ও ডিসপ্লে প্রর্দশণী

Sharing is caring!

সিলেট এইজ : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধ‚ ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন এসএমপি পুলিশের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম। রবিবার (২৬ মার্চ) ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা.সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো.আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো.জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন ও ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী সহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

এদিকে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সিলেটে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন ও শান্তির প্রতীক কপোত উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন, সিলেটে রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, এসএমপি পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম প্রমুখ।

৬৮৩ পড়েছেন