• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ৪৪ জন নিহত

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৩
বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ৪৪ জন নিহত

Sharing is caring!

সিলেট এইজ : বুরকিনা ফাসোর উত্তর পূর্বাঞ্চলীয় দুটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের হামলায় ৪৪ জন নিহত হয়েছে। শনিবার একজন আঞ্চলিক গভর্ণর এ কথা জানান। সাহেল অঞ্চলের লেফটেন্যান্ট গভর্ণর রোদলফ সোরগো বলেছেন, বৃহস্পতিবার রাতে কোরাকাউ ও টন্ডোবি গ্রামে চালানো ঘৃণ্য ও বর্বর এ হামলায় নিহত হয়েছে ৪৪ জন এবং আহত হয়েছে বেশ কয়েকজন। কোরাকাউ গ্রামে ৩১ এবং টন্ডোবিতে ১৩ জন প্রাণ হারিয়েছে বলে সোরগো উল্লেখ করেন। গভর্ণর জানিয়েছেন, ওই অঞ্চলের পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। দরিদ্র সাহেল গত সাত বছর ধরে আল কায়দা ও ইসলামিক স্টেট গ্রপের সাথে সংশ্লিষ্ট জঙ্গি গ্রুপগুলোর নানা তৎপরতা মোকাবেলা করে আসছে। চলতি সপ্তাহে বুরকিনা ফাসোর নতুন সামরিক প্রধান জিাহাদীদের বিরুদ্ধে ‘গতিশীল আক্রমণাত্মক’ অভিযান জোরদারের অঙ্গীকার করেন। উল্লেখ্য, প্রতিবেশী মালি থেকে ২০১৫ সালে জিহাদীরা তাদের তৎপরতা শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি বেসামরিক লোক, সৈন্য ও পুলিশ নিহত এবং অন্তত ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। সরকারি হিসেবে বলা হয়েছে, দেশটির কার্যত ৪০ শতাংশ এলাকা জিহাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

৫৫০ পড়েছেন