• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বড়লেখায় জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৩
বড়লেখায় জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

Sharing is caring!

সিলেট এইজ : জনতা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে বড়লেখায় গরীব অসহায়দের মধ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৮ এপ্রিল শনিবার জনতা ব্যাংক লিমিটেড এর সৌজন্যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিনভাগ, রতুলী, গাংকুল এলাকার সুবিধা বঞ্চিত অসহায়, দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  ভার্চুয়ালী সংযুক্ত হয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমাদ চৌধুরী।  জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয় এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

৬৮২ পড়েছেন