• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ভাতিজার হাতে চাচা নিহত

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৩
হবিগঞ্জে ভাতিজার হাতে চাচা নিহত

Sharing is caring!

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কুপে মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত উপজেলার ৮নং কুর্শা খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোশারফ হোসেনের সাথে মাটিকাটা নিয়ে ভাতিজা শাহিন মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।এনিয়ে তারা একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে তার চাচা মোশারফ মিয়াকে দা’ দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ডা. শরিফ উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। ঘটনার সাথে জড়িতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

৫৫৭ পড়েছেন