• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুনাক এর উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশু কিশোরদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৩
পুনাক এর উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশু কিশোরদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Sharing is caring!

সিলেট এইজ : ঈদ মানে আনন্দের জোয়ার। ঈদ মানে খুশির সঞ্চার। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর রমজানের শেষ দিনে আকাশের এক কোণে বাঁকা চাঁদের মিষ্টি হাসি ঈদের জানান দেয়। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করতে সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুনাক সভানেত্রী জনাব নাসরিন লায়লা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সদস্যবৃন্দ- জনাব সাবিনা ইয়াসমিন, জনাব শাহিনা আক্তার, জনাব সায়মা সাদিয়া শাওন, জনাব আবিদা মোস্তফা অরিন, জনাব দিল আফরোজ, জনাব মৌটুসী দেব মৌলি ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুনাক সভানেত্রী জনাব নাসরিন লায়লা বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। সমাজের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সমাজের উন্নতির জন্য। আমাদের সকলকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। একে অপরকে সাহায্যের মাধ্যমেই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত পথশিশুদের ঈদকে আনন্দময় করতে আমাদের এই ছোট প্রচেষ্টা। পুনাক সভানেত্রী তখন সুবিধা বঞ্চিত পথশিশুদের হাতে মেহেদি পরিয়ে দেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব রাখি রানী দাস, আরআই পুলিশ লাইন্স ও অফিসার ইনর্চাজ কোতোয়ালী মডেল থানা।

৫১৮ পড়েছেন