Sharing is caring!
সিলেট এইজ : সিলেট-ঢাকা মহাসড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। পুলিশ, ফায়ার সার্ভিস, যাত্রী কল্যাণ সমিতি ও প্রত্যক্ষদর্শী সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সূত্র বলছে, গত ১৫ দিনে এই সড়কে উল্লেখ্যযোগ দুর্ঘটনার মধ্যে ৪ জুন ভোরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তগঞ্জের সুদিয়াখলা এলাকায় এ সংঘর্ষে তিনজন নিহত হন। ৩ জুন মাধবপুর উপজেলার কাউসারনগর এলাকায় পিকআ সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর এক সময় দুর্ঘটনার জন্য আলোচিত ছিল। রশিদপুরে তিনটি সড়ক মিলিত হয়েছে। এই মোড়ে সড়ক দুর্ঘটনা রোধে তিন উপজেলার বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও সমাবেশও করে। এ মহাসড়কে ২০১২ সালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত হন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমসহ ৮ জন। ২০২১ সালে দুটি বাসের সংঘর্ষে ১১ যাত্রী নিহত হন।
৪৮৫ পড়েছেন