• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে কাউন্সিলর প্রার্থী কাদিরের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৩
সিলেটে কাউন্সিলর প্রার্থী কাদিরের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

Sharing is caring!

সিলেট এইজ: সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্রে করে ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আবদুল কাদিরের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৬জুন) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাজিরবাজারে নবনির্বাচিত ও বর্তমান কাউন্সিলর মো. সিকন্দর আলীর ভাই জাহাঙ্গীরের নেতৃত্বে অর্ধশতাধিক লোক হামলা চালায়। এতে আহত হয়েছেন ৪জন। আহতরা হলেন- কাউন্সিলর প্রার্থী আবদুল কাদিরের সমর্থক শেখঘাট এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে হাজী জুনেদ আহমদ( ৪৪) ও তারেক আহমদ ( ৪০), আখালিয়ার আকবর হোসেনের ছেলে মাহমুদ জামান সাকিব (১৭), টুকেরবাজার পিরপুর এলাকার আমিন উদ্দিনের ছেলে মো.ফাহিম আহমদ (২৫)। আহত চারজনের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও দুজন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। হামলায় আহত তারেক আহমদ (৪০) জানান, ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন আব্দুল কাদির।নির্বাচনের সময় আব্দুল কাদিরের পক্ষে তারা প্রচারণায় অংশ নিয়েছিলেন। নির্বাচনে নবনির্বাচিত ও বর্তমান কাউন্সিলর মো.সিকন্দর আলী অন্যবছরের তুলনায় কম ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তিনিসহ তার ভাই এই বিজয়ে খুশি নন।তাই ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা চালান। তিনি অভিযোগ করে বলেন, কাউন্সিলর মো.সিকন্দর আলীর ভাই জাহাঙ্গীর সোমবার রাতে কাজিরবাজার গিয়ে অর্ধশতাধিক লোক নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাদের টাকা-মোবাইল ছিনিয়ে নেয়।পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এবিষয়ে থানায় মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তারেক আহমদ জানান। এব্যাপারে নবনির্বাচিত ও বর্তমান কাউন্সিলর মো.সিকন্দর আলীর ফোনে একাধিকবার কল তিনি কল রিসিভ করেননি।

৫১০ পড়েছেন