• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাছবাড়ী-কানাইঘাট রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৩
গাছবাড়ী-কানাইঘাট রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

Sharing is caring!

এইজ ডেস্ক: পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে জনগণের দুর্দশা লাঘবে সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার অনুকূলে বরাদ্দকৃত এডিপি বিশেষ থোক বরাদ্দের আওতায় গাছবাড়ী পল্লী বিদ্যুতের মোড় হতে কানাইঘাট পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে বেডস সিলিং (সংস্কার) কাজের উদ্বোধন করা হয়েছে। সংস্কার কাজের কাজের উদ্বোধন করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যনার্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, ঝিঙ্গাবাড়ী ইউপির চেয়ারম্যান মাস্টার আবু বক্কর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক বাউলা, শফিক মেম্বার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হারুন রশিদ, মাহফুজ আহমদ, ইউপি সদস্য আব্দুল্লাহ, আব্দুল কাদির, আব্দুর রাজ্জাক, সুলেমান আহমদ, ফয়জুর রহমান, যুবলীগ নেতা মওলা, উপজেলা ছাত্রলীগ নেতা সারওয়ার হোসেন, সুলতান আহমদ, ঠিকাদার শ্যামল দাসসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

৪৮৫ পড়েছেন