• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জিডিপি উন্নয়নে এশিয়ায় চীনের পরই বাংলাদেশ: তাজুল ইসলাম

admin
প্রকাশিত জুলাই ২১, ২০২৩
জিডিপি উন্নয়নে এশিয়ায় চীনের পরই বাংলাদেশ: তাজুল ইসলাম

Sharing is caring!

কুমিল্লা প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জিডিপি উন্নয়নে এশিয়ায় চীনের পরেই আজ বাংলাদেশের অবস্থান। শুক্রবার কুমিল্লার লাকসাম উপজেলা এবং পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে দেশ। প্রধানমন্ত্রী এখন নতুন প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ ভিশন-২০৪১ বাস্তবায়নে কাজ করছেন।লাকসাম পৌরসভার কনফারেন্স হলে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইউনুস ভুঁইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, জেলা পরিষদের সদস্য মেজর হাবিবুর রহমান, লাকসাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, ভাইস চেয়ারম্যান পড়সী সাহা প্রমুখ।

৬৩২ পড়েছেন