• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাবির নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ২২, ২০২৩
শাবির নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Sharing is caring!

সিলেট এইজ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে অসতর্কতায় নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত শ্রমিক আরিফুল ইসলাম (১৯) কুড়িগ্রাম জেলার বাসিন্দা। শনিবার (২২ জুলাই) বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের বর্ধিতাংশের নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত আরিফুল কুড়িগ্রাম সদর উপজেলার জাফর বিডা গ্রামের মো. মাহাবুলের ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। নির্মাণ শ্রমিকরা জানান, ভবনটির ৯তলার পশ্চিম পাশে দেয়ালের কার্নিশে সকাল থেকেই কাজ করছিলেন আরিফুল। বেলা ১০টার দিকে সেখান থেকে হঠাৎ করে মাটিতে পড়ে যান তিনি। পঞ্চম তলার থাকায় টিনের ছাউনিতে প্রথমে ধাক্কা লেগে তা ভেদ করে মাটিতে পড়েন এই শ্রমিক৷ এসময় তিনি চোখে ও মাথায় আঘাত পেলে আশপাশের লোকজন সিলেট এম এ জি ওসমানী মেডকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস এ বি ই এল এন্ড বি বি এল (জেভী)’র সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

৬৯০ পড়েছেন