• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে দীর্ঘ ৩৩ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী মাসুক গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২৩
গোলাপগঞ্জে দীর্ঘ ৩৩ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী মাসুক গ্রেফতার

Sharing is caring!

সিলেট এইজ: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় অদ্য ১১আগষ্ট ২০২৩ তারিখ গোলাপগঞ্জ মডেল থানার একটি চৌকস আভিযানিক দল করগাঁও এলাকায় অভিযান পরিচলানা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুক (৫৬), পিতা- চরন মিয়া, সাং- করগাঁও, থানা- গোলাপগঞ্জ, জেলা: সিলেট-কে গ্রেফতার করতে সক্ষম হয়।আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়। জানা যায় ১৯৯০ সালে ০৭ নং লক্ষনাবন্দ ইউ/পি করগাঁও সাকিনস্থ আব্দুস সালাম, পিতা -হাছন আলী, সাং- করগাঁও, থানা-গোলাপগঞ্জ, জেলা- সিলেট-কে গোলাপগঞ্জের পুরকায়স্থ বাজার হইতে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপুর্যপরী আঘাত করে নির্মমভাবে হত্যা করে আসামি। উক্ত ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা হয় যার নং-০৮(০৪)৯০, তারিখ ১৩/০৪/৯০.ঘটনার পরপরই আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে চলে যায়। এই দীর্ঘ আত্মগোপনের কিছু অংশ সে সৌদি আরবেও অবস্থান করে। কিছুদিন পূর্বে বোনের কুলখানিতে অংশগ্রহনের জন্য দেশে আসে এবং গতকাল আসামি বোরকা পরিধান করে এলেকায় প্রবেশ করে। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

৬৪৬ পড়েছেন