• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক যুব দিবসে জালালাবাদ যুব ফোরাম সিলেটের বর্ণাঢ্য র‌্যালী

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০২৩
আন্তর্জাতিক যুব দিবসে জালালাবাদ যুব ফোরাম সিলেটের বর্ণাঢ্য র‌্যালী

Sharing is caring!

সিলেট এইজ: সমাজের মোট জনসংখ্যার একটা বিশাল অংশ তরুণ ও যুবক। তাই তাদেরকে নৈতিকতাসম্পন্ন আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলেছে। তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নৈতিকতাসম্পন্ন মেধাবী দক্ষ যুবসমাজ দেশ জাতির অমূল্য সম্পদ। সঠিক গাইডলাইনের মাধ্যমে এই যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে। শনিবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী
পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। র‌্যালীটি নগরীর রেজিস্টারি মাঠ থেকে থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ঐতিহ্যবাহী সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মো. খালিকের সভাপতিত্বে ও ফোরামের সমন্বয়ক মো. কামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মো. আব্দুল লতিফ, কাজী জাফর আহমদ, মো. জুনায়েদ আল হাবিব, শামসুর রহমান জাবাল, অলিউর রহমান সাদ্দাম ও সালাউদ্দিন মিরাজ প্রমূখ।

৪৪২ পড়েছেন