• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৩
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

Sharing is caring!

সিলেট এইজ : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। তাদের একজন সিএনজিচালিত অটোরিকশা চালক জালাল মিয়া ও যাত্রী ফরিদ মিয়া। আজ শুক্রবার সকালে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের উবাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, চুনারুঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিকে আসা একটা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী ফরিদ মিয়া মারা যান।  আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় সিএনজি চালক জালাল মিয়াকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু পথে তিনিও মারা যান।

৪৯৪ পড়েছেন