• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে বিটিএ’র সাংগঠনিক মতবিনিময় সভা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৩
সিলেটে বিটিএ’র সাংগঠনিক মতবিনিময় সভা

Sharing is caring!

 সিলেট এইজ : বাংলাদেশ শিক্ষক সমিতির ( বিটিএ) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেটে সাংগঠনিক সফর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। তিনি তার বক্তৃতায় বলেন,বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল দাবি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ। এ দাবী আদায়ের লক্ষ্যে দেশের সমগ্র শিক্ষক সমাজ আজ ঐক্যবদ্ধ। আন্দোলন সফল করার লক্ষ্য সকলকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন,জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজের দাবী বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ মার্চ বিটিএ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ মার্চ সারাদেশের জেলা সদরে ও কেন্দ্রীয়ভাবে প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক-বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ১৪ মার্চে সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২ ঘন্টার কর্মবিরতি পালনসহ ছাত্র, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং জাতীকরণের যৌক্তিকতা তুলে ধরে লিফলেট বিতরণ করা হয় । এ ছাড়া বিগত অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে শিক্ষা বাজেটে বরাদ্দ কম রাখায় ১১ জুলাই থেকে প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয় । এর পর থেকে ধারাবাহিকভাবে বিটিএ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বিটিএর দাবী আদায় না হওয়া পর্যন্ত দেশের শিক্ষক সমাজ ঘরে ফিরে যাবে না। বিটিএ সিলেট জেলা সভাপতি মোঃ কতু্ব উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন হায়দার ও বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক নেতা সাইফুল ইসলাম রানার যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তার রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ( বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। তিনি তার বক্তৃতায় বলেন, সাড়ে ৫ লক্ষ শিক্ষক কমচারীর আশ্রয়স্হল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্হা রেখে দাবী আদায়ের অপেক্ষায় রয়েছেন। তিনি আগামীর সকল আন্দোলন কর্মসূচিতে সকল শিক্ষককে শরীক হওয়ার আহবান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ( বিটিএ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, অধ্যক্ষ মোঃ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোস্তফা কামাল, বেলাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সদর উপজেলা শিক্ষক প্রতিনিধি সুরন্জিত দাস, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মোঃ হারুনুর রশীদ, দক্ষিণ সুরমা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, জকিগন্জ প্রতিনিধি মোঃ আজির উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, মৌলানা রফিকুল ইসলাম, গীতাপাঠ করেন, দীলিপ কুমার মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন বিটিএ সিলেট জেলা সাধারন সম্পাদক আব্দুল মালিক রাজু। মতবিনিময় সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

৫৪৮ পড়েছেন