• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াত ঢুকে পড়েছে : পররাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪
কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াত ঢুকে পড়েছে : পররাষ্ট্রমন্ত্রী

Sharing is caring!

স্টাফ রির্পোটার: সংসদ নির্বাচন বানচাল করতে না পেরে বিএনপি-জামায়াত কোটা সংস্কার আন্দোলনে ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন কিছু শিক্ষার্থী কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে, তখন ফায়দা লোটার চেষ্টা করছে বিএনপি-জামায়াত। কোটার আড়ালে তারা সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর সুযোগ হিসেবে নিয়েছে। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার স্লোগান তুলছে, কোটা সংস্কার আন্দোলনকারীরা সংবিধান ও আইন মানে না। হাছান মাহমুদ বলেন, যারা রাজাকারের পক্ষে শ্লোগান দিয়েছে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। কেউ দেশে বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগ তা বরদাশত করবে না। কোটার বিষয়ে সরকারের কিছু করার নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটার বিষয়ে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই। সরকার কিছু করলে তা আদালত অবমাননা হবে।

৪৫৬ পড়েছেন