Sharing is caring!
স্টাফ রির্পোটার: শেখ হাসিনা সরকারের পতনের পর নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলায় পর্যুদস্ত চট্টগ্রাম বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীর মধ্যে এখন কাজ করছে মুক্তির আনন্দ। মঙ্গলবার সকাল থেকে দিনভর নগরীর রাজপথ থেকে শুরু করে অলিগলি– সর্বত্র মিছিলে মিছিলে মুখরিত করে রেখেছিলেন তারা। তবে মানুষের জানমাল রক্ষায় সচেতনতা তৈরিতে বুধবার থেকে নগরীর বিভিন্ন এলাকায় নগর বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হবে বলে জানিয়েছেন দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী। মঙ্গলবার বিকেলে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয় চত্বরে থানা ও ওয়ার্ড বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মতবিনিময়ে বিএনপি নেতা শামীম আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি হয়, সে বিষয়ে দলের নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পৃথক এক বিবৃতিতে রাজনৈতিক পটপরিবর্তনের ক্রান্তিলগ্নে সহিংসতা পরিহার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত ও সাংবাদিকদের ওপর হামলা না করারও আহ্বান জানিয়েছেন মাহবুবের রহমান শামীম। সোমবার বিকেল থেকে সিলেট নগরীর বিভিন্ন সরকারি স্থাপনা, সাবেক মন্ত্রী-এমপি এবং আওয়ামী লীগ নেতাকর্মীকে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় উচ্ছৃঙ্খল জনতা। মঙ্গলবার সিলেট জেলা ও নগর বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করে এসব ঘটনায় তাদের কোনো নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেন। লিখিত বক্তব্যে জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, স্বৈরাচার সরকারের রেখে যাওয়া কিছু দোসর জনতার বিজয় উৎসবে সুকৌশলে প্রবেশ করে সিলেটে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিষয়টি পরিলক্ষিত হওয়ার পরপরই শহরজুড়ে মাইকিং করে তাদের ঠেকানো এবং সচেতনতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। কোথাও কেউ বিশৃঙ্খলা করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। দুর্বৃত্তদের ঠেকাতে সিলেটবাসীকে প্রতিটি পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করতেও তিনি আহ্বান জানান। এ বিষয়ে বিএনপি নেতারা সাংবাদিকদের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে সিলেটে আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক এটিএম তুরাবসহ পুলিশ-বিজিবির গুলিতে নিহতসহ সারাদেশে মারা যাওয়াদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও আব্দুর রাজ্জাক, মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি সামিয়া বেগম চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী প্রমুখ।
৪৫৭ পড়েছেন