Sharing is caring!
স্টাফ রির্পোটার: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের বর্তমান কমিটির সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সহ সমন্বয়ক মাহফুজুর রহমান রাসেল। গত রবিবার সোবহানীঘাট পুলিশ ফাড়ির সামনে পুলিশ ও আন্দোলনকারী ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় হাতে ও পিটে পুলিশের গুলির স্পিন্টারের আঘাত প্রাপ্ত হন। আহত মাহফুজুর রহমান রাসেল সিলেটের এক সময়ের আলোচিত রাজনীতিবীদ, বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সামসুজ্জামান জামানের অনুসারী।সামসুজ্জামান জামান সিলেটের বিএনপি,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের একটি বিরাট অংশের নেতৃত্ব দিচ্ছেন।এর আগে শনিবার নগরীর জিন্দাবাজারে তিনিও গুলিবিদ্ধ হোন। সিলেট এমসি কলেজের ছাত্র। পরে আহত অবস্থায় তাকে অন্যান্য ছাত্ররা উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে হাসপাতালে চিকিৎসা দেন।
আহত মাহফুজুর রহমান রাসেল জানান, রবিবার সোবহানীঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা যখন বিভিন্ন স্লোগান দিয়ে সামনে আগাচ্ছিলেন,তখন পুলিশের গুলি শেষ হয়ে গেলে পুলিশ পিছু হঠে,উত্তেজিত ছাত্র জনতা ফাড়ি ঘেরাও করে আক্রমন করলে তখন হঠাৎ পিছন থেকে পুলিশের সাজোয়া যান থেকে গুলি, টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ করলে সে সময় অনেক ছাত্র জনতার পাশাপাশি তিনিও আহত হন। গেলো কয়েকদিন তিনি ছাত্রদের নিয়ে শাবি ক্যাম্পাস, চৌহাট্টা পয়েন্ট, বন্দরবাজার এলাকায় সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়ে আসছিলেন।গত ২০ জুলাই রাতে তার নেতৃত্বে নগরীর জিন্দাবাজারে কারফিউ ভঙ্গ করে মিছিল বের করে জামান বলয়ের একাংশ ।
৫২৬ পড়েছেন