Sharing is caring!
স্টাফ রির্পোটার: শেখ হাসিনা সরকার পতনের পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) মহানগরীর কুয়ারপাড়বাসীর উদ্যোগে কোতোয়ালি থানার লুট হওয়া অনেক মালামাল উদ্ধার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়ার কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ৩টি মোটরসাইকেল, কারতুজ ১টি, ল্যাপটপ ১টি, জেনারেটর ১টি, মোবাইল ফোন ৪টি, প্লাস্টিকের লাটি ২টি, পুলিশের জুতা ২ জোড়া ইত্যাদি।এর আগে মঙ্গলবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার (১২) পর্যন্ত লুট হওয়া ৭৭টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ৫ আগস্ট সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে লুন্ঠিত অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৭৭টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র এবং পুলিশ বাহিনী ১৭টি অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শর্টগান এবং গ্যাস গান। এখন পর্যন্ত উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
৩৪২ পড়েছেন