• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪
সিলেট ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ

Sharing is caring!

স্টাফ রির্পোটার: সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুসনেআরা বেগম পদত্যাগ করেছেন। রবিবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। কয়েক দিন ধরে ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে আসছেন। রবিবার সকাল থেকে তার প্রকট আকার ধারন করে। সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে দুপুর ১২টার দিকে বাধ্য হয়ে হুসনেআরা বেগম অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি নেন। এদিকে, ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের অংকের শিক্ষক দীপক চৌধুরী বুলবুল ক্যাম্পাস থেকে দৌঁড়ে পালিয়ে যান। এসময় কিছু শিক্ষার্থী মারমুখি হলে অন্য ছাত্র-ছাত্রীরা তাকে আগলে রিকশায় তুলে দেন। শিক্ষার্থীদের বক্তব্য- অধ্যক্ষ হুসনেআরা বেগম ও শিক্ষক দীপক চৌধুরী বুলবুল আওয়ামী লীগ-পন্থী এবং তারা নানা অনৈয়ম-দুর্নীতিতে জড়িত ছিলেন। তাই পরিস্থিতি বদলে যাওয়া এখন আর তারা এ শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতে পারবেন না।

৪৯৫ পড়েছেন