• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আব্দুল মান্নানকে বদলি : সিলেটের নতুন এসপি মাহবুবুর রহমান

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
আব্দুল মান্নানকে বদলি : সিলেটের নতুন এসপি মাহবুবুর রহমান

Sharing is caring!

স্টাফ রির্পোটার: সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান (বিপিএম-বার)-কে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, এ বছরের ১০ জুলাই আব্দুল মান্নান সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগেও কাজ করেছেন তিনি।

১৫৫ পড়েছেন