• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ওসমানী মেডিকেলের আব্দুল জব্বার

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৪
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ওসমানী মেডিকেলের আব্দুল জব্বার

Sharing is caring!

স্টাফ রির্পোটার: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারি সমিতির সভাপতি আব্দুল জব্বারের বিরুদ্ধে গত ২৬ আগস্ট ২০২৪ অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সিলেট এইজ এ ‘‘সরকার বদল হলেও সিলেট ওসমানীর সেই রওশন হাবিব ও দুর্নীতিবাজ জব্বার আজও বহাল‘‘ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদের তিব্র প্রতিবাদ জানিয়েছেন হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারি সমিতির সভাপতি আব্দুল জব্বার। আজ শুক্রবার তিনি সিলেট এইজ এ পাঠানো এক প্রতিবাদ লিপিতে বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি অসাধু চক্র আমার কাছ থেকে বিভিন্ন রকম অনৈতিক সুবিদা নিতে না পারায় সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাকে হয়রানী করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে সিলেট এইজের প্রতিবেদকসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়। যা সম্পর্ণ বিভ্রন্তিকর ও উদ্দেশ্য প্রনোদিত। উক্ত প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হওয়ায় আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি সিলেটে কর্মরত সকল সাংবাদিক ভাইদের বলছি, দীর্ঘদিন থেকে ওসমানী হাসপাতালের একটি দালাল চক্র ও কুচক্রী মহল আমাকে বির্তকৃত করতে বিভিন্ন রকম কাগজ সৃজন আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে সে সব দপ্তরের কাগজ সংগ্রহ করে সাংবাদিকদের সরবরাহ করে যাচ্ছে। আমি উক্ত চক্রের এমন কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছি। তাই এরকম সংবাদ পড়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি একজন সরকারি চাকুরিজীবি কোন রাজনৈতিক দলের কর্মকান্ডের সাথে আমি কোন ভাবেই জড়িত নয়।

৩০৪ পড়েছেন