• ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতীয় মুদ্রাসহ এক যুবককে আ ট ক করেছে বিজিবি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৪
ভারতীয় মুদ্রাসহ এক যুবককে আ ট ক করেছে বিজিবি

ভারতীয় মুদ্রাসহ এক যুবককে আটক করেছে বিজিবি

Sharing is caring!

দোয়ারাবাজার সীমান্তে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় মুদ্রাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল সীমান্তের মেইন পিলার ১২৩৫/৪ এস হতে ৫০ গজ বাংলাদেশ অংশে দক্ষিণ কলাউড়া গ্রামে অভিযান চালায়।অভিযান চলাকালীন সময় হৃদয় মিয়া (২৫) নামে এক যুবককে ভারতীয় মুদ্রাসহ আটক করা হয়।

আটক যুবক সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের সুরুজ আলমের ছেলে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভারতীয় রুপিসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হবে।

২২৬ পড়েছেন