• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যুবক নি হ ত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৪
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যুবক নি হ ত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যুবক নিহত

Sharing is caring!

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাজন মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার আক্রমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

নবীগঞ্জ থানার (এসআই) পীযূস দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, মোটরসাইকেলযোগে নবীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো রাজন মিয়াসহ এক বন্ধু। পথিমধ্যে শহরতলীর আক্রমপুর নামক স্থানে পৌছামাত্র দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে রাজন মিয়া (২০) কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর আহত আজিজুর রহমান সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।

২২৯ পড়েছেন