• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারির কারণে চোরাকারবারীরা পাল্টেছে কৌশল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪
আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারির কারণে চোরাকারবারীরা পাল্টেছে কৌশল

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারির কারণে চোরাকারবারীরা পাল্টেছে কৌশল

Sharing is caring!

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারির কারণে চোরাকারবারীরা পাল্টেছে কৌশল।

পুলিশের চোখ ফাঁকি দিয়ে ‘বুঙ্গার চিনি’ গন্তব্যে নিয়ে আসতে তারা নানা কৌশলের আশ্রয় নিচ্ছে। এবার বাসে করে সিলেট মহানগরীতে আসছিলে চিনিরি একটি বড় চালান। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ল পুলিশের হাতে। এসময় আটক হয়েছেন তিনজন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শাহপরাণ (রহ:) থানাধীন পীরেরবাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় একটি বাস আটক করে তল্লাশীকালে ১ লক্ষ ৯৩ হাজার টাকার ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার শাহপরাণ (রহ:) থানাধীন পীরেরবাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ১ লক্ষ ৯৩ হাজার টাকার ৩৪ বস্তা চিনি আটক করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

আটককৃতরা হলেন, হেলাল আহমদ (২৫), হোসনে আরা (২৮) ও পারুল (৪০)।

১৬৬ পড়েছেন