• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চোরাই চিনিসহ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ,নেই আটক !

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪
চোরাই চিনিসহ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ,নেই আটক !

Sharing is caring!

জৈন্তাপুর পৃথক অভিযান পরিচালনা করে চোরাই চিনিসহ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সিলেট তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রিজসংলগ্ন এলাকা ও রাজবাড়ি সংলগ্ন চাঙ্গিল ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ভারতীয় মদ ও চিনি জব্দের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। তবে এসব ঘটনায় কোন আটক নেই।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তা থেকে ১৩০ বোতল ভারতীয় ম্যাগডুয়েল মদ জব্দ করা হয়। রাত সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর রাজবাড়ি সংলগ্ন চাঙ্গিল ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

১৪২ পড়েছেন