Sharing is caring!
সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সিলেট গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুন নাসের বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। বিস্তারিত এখনও জানা যায়নি।
জানা গেছে, ঐ মোটরসাইকেল আরোহী সিলেটগামী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা র শিকায় হয়।
২২৬ পড়েছেন