Sharing is caring!
সৎ ছেলের মারধরে প্রাণ হারিয়েছেন কামরান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ।ঘটনাটি আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে সৎ ছেলে রাজু আহমদের (৩০) বিরোধ চলে আসছিল। শুক্রবার পিতা কামরানের রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে আহত করে। পরে স্থানীয়রা আহত পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২১৯ পড়েছেন