Sharing is caring!
নেত্রকোনা পৌর ছাত্রদলের আহবায়ক রফিক খান মিল্কি ঝুনুকে (৩৫) দল থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদ) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। রফিক খান মিল্কি ঝুনু নেত্রকোনা পৌরশহরের নিউটাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কির ছেলে।
একইদিন মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে গুড়, পেঁয়াজ ও রসুন নিয়ে একটি ট্রাক নেত্রকোনা পৌরশহরের অজহর রোড এলাকায় পৌঁছায়। এ সময় দুটি মোটর সাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসীসহ ঝুনু খান দেশীয় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করেন। পরে ট্রাকের লুট শুরু করেন।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, দুই বস্তা রসুন, তিন বস্তা পেঁয়াজ এবং সন্ত্রাসীদের ব্যবহারকৃত দুইটি মোটরসাইকেল জব্দ করে। রফিক খান মিল্কি ঝুনুসহ তার এক সহযোগি বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরকে (৩০) আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
জানা যায়, রফিক খান মিল্কি ঝুনুর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাকে সাংগঠনিক পদ থেকে বহিস্কারদেশ প্রদান করা হয়েছে। সেই সাথে ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের ঝুনুর সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা প্রদান হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
১৭৭ পড়েছেন