• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে তথ্য মেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
শ্রীমঙ্গলে তথ্য মেলা অনুষ্ঠিত

Sharing is caring!

শ্রীমঙ্গল প্রতিনিধি: তথ্যই শক্তি, জানবো,জানাবো,দুর্নীতি রুখবো’এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে শহরের শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল প্রাঙ্গনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল এর আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন ( দুদক) সমন্মতিত কার্যালয় হবিগঞ্জ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সহযোগিতায় এ তথ্য মেলা অনুষ্ঠিত হয়। তথ্য মেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মো. মহসিন মিয়া মধু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান মো, লিটন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম সরদার, দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্মনিত কার্যালয়ের সহকারী পরিচালক মো, ইকরাম হোসেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য প্রমুখ। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমদ, তথ্য মেলা উদযাপন কমিটির আহবায়ক জিডিসন প্রধান সুচিয়াং ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
তথ্য মেলা সরকারি ও আধাসরকারী ২৮ টি প্রতিষ্ঠান তাদের স্টল অংশগ্রহণ করে। অনুষ্ঠান স্থল থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে আবারো মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় তথ্যমেলায় স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। তথ্য মেলায় র্যালী আলোচনা সভা ছাড়া তথ্য মেলায় কাটুন প্রর্দশনি, কুইজ প্রতি

৪৯১ পড়েছেন