• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে : মির্জা ফখরুল

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে : মির্জা ফখরুল

Sharing is caring!

সিলেট এইজ : বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। লালমনিরহাট সদরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলা বিএনপি’র ফুটবল দল অংশ নিচ্ছে। জেলা বিএনপি’র আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবার ষষ্ঠতম আসর। মির্জা ফখরুল ইসলাম বলেন,‘এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না,যার কারণে সরকার বিতর্কিত হয়। কারণ এ সরকার প্রধানের দায়িত্বে আছেন বিশ্ববরেণ্য একজন মানুষ।’ তিনি বলেন,আমাদের মনে রাখতে হবে,রাষ্ট্র পুনর্গঠনে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজ যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন জাতি হাতছাড়া না করে। এ সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। মির্জা ফখরুল বলেন, আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খল ভাবে দেশের সকল সংস্কার কাজ সম্পন্ন করতে পারে বর্তমান সরকার। দেশের এমন একটি বিপ্লবের পরে সকল স্তর ভেঙ্গে পড়েছিলো। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশকে ধ্বংসের দাড়প্রান্তে নিয়ে গিয়েছিল। তাই সংস্কার দ্রুতই সম্ভব না। যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার পরিপূর্ণ হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

১১৭ পড়েছেন