• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্লাটফর্ম ফর জুলাই জাস্টিসের’ প্রতীকী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪
প্লাটফর্ম ফর জুলাই জাস্টিসের’ প্রতীকী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

Sharing is caring!

জুলাই হত্যাকান্ডের বিচার ও পাঁচ দফা দাবিতে ‘প্লাটফর্ম ফর জুলাই জাস্টিসের’ প্রতীকী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, ‘জুলাই বিপ¬বের সময়ে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্তৃক চালানো গণহত্যার দ্রুত বিচার করতেই আমাদের এই আয়োজন।

এসময় তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবি সমূহ হলো- বিশেষ ট্রাইবুনাল গঠন করে জুলাই হত্যাকান্ডের বিচার করা, শহীদ (মিসিংসহ) ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা, রাষ্ট্রীয়ভাবে আহতেদর চিকিৎসা, পঙ্গুত্ববরণকারীদের ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করা, স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠিত প্রতিটি ছাত্রহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার করা, জুলাই শহীদের স্মরণে দেশব্যাপী স্মৃতিফলক নির্মাণ করে শহীদদের চেতনা সমুন্নত রাখতে বিচারবহির্ভূত হত্যা বন্ধ করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতসহ সকল নিপীড়নমূলক আইন বাতিল করা।

১১৪ পড়েছেন