• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪
ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

Sharing is caring!

মাদক সেবনের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা শফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের স্ত্রী জানান, তার ছেলে রিফাত বিশ হাজার টাকা চায়। মা দিতে অস্বীকার করায় মার সঙ্গেও তার বাকবিতণ্ডা হয়। পরে কাজ শেষে তার বাবা বাসায় ফিরলে টাকার জন্য বাবাকে চাপ দেয়। টাকা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শফিকুল ইসলামের কাছে রিফাত মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা। একপর্যায়ে ছেলেকে চর থাপ্পড় দেন তিনি। পরে রিফাত উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ঘাতক ছেলের নাম মো. রিফাত (১৮)। ঘটনায় পর থেকে তিনি পলাতক।

১২৪ পড়েছেন